ভদন্ত সুগতপ্রিয় থেরর সংক্ষিপ্ত জীবনী
জন্ম ১৯৭৯ইং,
গ্রাম: দুপচর, পো: ভোড়াজগতপুর, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা
প্রব্বজ্যা:
২রা ফেব্রুয়ারী ১৯৯৫ইং (বরইগাঁও কনকচৈত্য বিহার, লাকসাম)
উপাধ্যায়: সংঘরাজ
জ্যোতি:পাল মহাথের২রা ফেব্রুয়ারী ১৯৯৫ইং (বরইগাঁও কনকচৈত্য বিহার, লাকসাম)
উপসম্পদা:
৩০শে অক্টোবর ১৯৯৯ইং (বরইগাঁও কনকচৈত্য বিহার, লাকসাম)
৩০শে অক্টোবর ১৯৯৯ইং (বরইগাঁও কনকচৈত্য বিহার, লাকসাম)
উপাধ্যায়: সংঘরাজ
জ্যোতি:পাল মহাথের
শিক্ষাগত যোগ্যতা:
M.A.- Mahamakut Buddhist University, Thailand
M.A.- Mahamakut Buddhist University, Thailand
মিশনারী কাজ
* প্রতিষ্ঠাতা: বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো, কুমিল্লা
* বরইগাঁও
কনকচৈত্য বিহারে মূল মন্দির পূন নির্মাণ* প্রতিষ্ঠাতা: বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো, কুমিল্লা
* দুপচর তক্ষশীলা বিহারে দূরাগত ভিক্ষুদের থাকার জন্য গেস্ট রুম নির্মাণ
* কুমিল্লার প্রতিটি গ্রামে বিহার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান
* বুড্ডিস্ট এডুকেশন ফাউন্ডেশন এর মাধ্যমে কুমিল্লার প্রতিটি বিহারে প্রভাতী ধর্মীয় শিক্ষা চালু করন
* কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে বুদ্ধের আসন আছে এমন প্রতিটি বাড়িতে ঘরে বসে পুজা করার জন্য বুদ্ধমূর্ত্তি দান
পবিত্র ত্রিপিটক দান:
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে বৌদ্ধ বিহারগুলিতে আলমারী সহ ত্রিপিটক দান
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে বৌদ্ধ বিহারগুলিতে আলমারী সহ ত্রিপিটক দান
শিক্ষার আলো
দান:
বৌদ্ধধর্মের দীর্ঘায়ু কামনায় এবং উত্তর বঙ্গের আদিবাসী বৌদ্ধদের ধর্মীয় শিক্ষায় উন্নত করে তুলতে
বিনা খরচে ৩৩জন গরীব শ্রমনকে থাইল্যান্ডে লেখাপড়ার সুযোগ করে দেন।
বৌদ্ধধর্মের দীর্ঘায়ু কামনায় এবং উত্তর বঙ্গের আদিবাসী বৌদ্ধদের ধর্মীয় শিক্ষায় উন্নত করে তুলতে
বিনা খরচে ৩৩জন গরীব শ্রমনকে থাইল্যান্ডে লেখাপড়ার সুযোগ করে দেন।
দেশব্যাপী বেীদ্ধধর্ম প্রচার-প্রসারে অবদান:
বুদ্ধ শাসনের প্রচারে-প্রসারের জন্য বাংলাদেশের উত্তরে রংপুর হইতে দক্ষিণে টেকনাফ পযন্ত ২০০’র ও বেশি বড় সাইজের বুদ্ধ মূর্ত্তি দান।