Menu

ভদন্ত সুগতপ্রিয় থের


ভদন্ত সুগতপ্রিয় থেরর সংক্ষিপ্ত জীবনী

জন্ম   ১৯৭৯ইং,

গ্রাম: দুপচর, পো: ভোড়াজগতপুর, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা

প্রব্বজ্যা:
২রা ফেব্রুয়ারী ১৯৯৫ইং (বরইগাঁও কনকচৈত্য বিহার, লাকসাম)
উপাধ্যায়: সংঘরাজ জ্যোতি:পাল মহাথের

উপসম্পদা:
৩০শে অক্টোবর ১৯৯৯ইং (বরইগাঁও কনকচৈত্য বিহার, লাকসাম)
উপাধ্যায়: সংঘরাজ জ্যোতি:পাল মহাথের

শিক্ষাগত যোগ্যতা:
M.A.- Mahamakut Buddhist University, Thailand

মিশনারী কাজ 
* প্রতিষ্ঠাতা: বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো, কুমিল্লা
* বরইগাঁও কনকচৈত্য বিহারে মূল মন্দির পূন নির্মাণ
* দুপচর তক্ষশীলা বিহারে দূরাগত ভিক্ষুদের থাকার জন্য গেস্ট রুম নির্মাণ
* কুমিল্লার প্রতিটি গ্রামে বিহার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান
* বুড্ডিস্ট এডুকেশন ফাউন্ডেশন এর মাধ্যমে কুমিল্লার প্রতিটি বিহারে প্রভাতী ধর্মীয় শিক্ষা চালু করন
* কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে বুদ্ধের আসন আছে এমন প্রতিটি বাড়িতে ঘরে বসে পুজা করার জন্য বুদ্ধমূর্ত্তি দান

পবিত্র ত্রিপিটক দান:
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে বৌদ্ধ বিহারগুলিতে আলমারী সহ ত্রিপিটক দান

শিক্ষার আলো দান:
বৌদ্ধধর্মের দীর্ঘায়ু কামনায়  এবং উত্তর বঙ্গের আদিবাসী বৌদ্ধদের ধর্মীয় শিক্ষায় উন্নত করে তুলতে 
বিনা খরচে ৩৩জন গরীব শ্রমনকে থাইল্যান্ডে লেখাপড়ার সুযোগ করে দেন

দেশব্যাপী বেীদ্ধধর্ম প্রচার-প্রসারে অবদান:
বুদ্ধ শাসনের  প্রচারে-প্রসারের জন্য বাংলাদেশের উত্তরে রংপুর হইতে দক্ষিণে টেকনাফ পযন্ত ২০০ বেশি বড় সাইজের বুদ্ধ মূর্ত্তি দান