ভগবান বুদ্ধের পরিনির্ব্বাণের আগ মুহূর্তে শ্রদ্ধেয় আনন্দ স্হবিরকে অন্তিম বাণীতে বলেছেন "হে আনন্দ তথাগতের পরিনির্ব্বাণের পর বুদ্ধের ধর্মই হবে তোমাদের সাস্থা" তাই বুদ্ধের ধর্মকে ধারণ করার জন্য বুদ্ধের বাণী যা পবিত্র ত্রিপিটক নামে লিপিবদ্ধ। বুদ্ধের ধর্মকে অনুশীলন করতে পবিত্র ত্রিপিটক গুরুত্বপূর্ণ । আগে বাংলায় সম্পন্ন ত্রিপিটকের অনুবাদ ছিল না। বর্তমানে অনেক শাস্ত্রজ্ঞ পন্ডিতদের অক্লান্ত পরিশ্রমে তাঁরা সম্পন্ন ত্রিপিটকের বাংলায় অনুবাদ করতে সক্ষম হয়েছেন। তাই বৌদ্ধদের অধ্যয়নের জন্য বিশেষ করে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সব বিহারে আলমারি সহ ভদন্ত সুগতপ্রিয় থের কর্তৃক পবিত্র ত্রিপিটক দান করা হয় । উল্লেখ্য, তিনি বান্দরবান, রাংগামাটি, চট্টগ্রাম ও উত্তর বঙ্গেও পবিত্র ত্রিপিটক দান করেছেন।
গ্যালারীঃ পবিত্র ত্রিপিটক দান |