ভদন্ত সুগতপ্রিয় ভিক্ষু উপসম্পদা গ্রহণ করেন ১৯৯৯ সালের অক্টোবরের ৩০ তারিখ এবং প্রব্বজ্জ্যা ধর্মে দীক্ষা নেন ১৯৯৫ সালের ফেব্রুয়ারী মাসের ২ তারিখ। প্রব্বজ্জ্যা ও উপসম্পদা দুটোই লাভ করেন দশম সংঘরাজ পন্ডিত জ্যোতিঃপাল মহাথেরোর উপাধ্যায়াত্বে। কিন্তু এখানে উল্লেখ যোগ্য বিষয় হচ্ছে, যিনি সংসার ত্যাগ করে আজীবনের জন্য ভিক্ষু ধর্মে দীক্ষা নিচ্ছেন অথচ তাঁর উপসম্পদা গ্রহণের সময় এক সেট নতুন চীবর ভাগ্যে জোটেনি এবং যেমনি জোটেনি প্রব্বজ্জ্যা ধর্মে দীক্ষা নেওয়ার সময়েও। স্মরণে আছে শ্রমন অবস্থায় বরইগাঁও আশ্রমে থাকা কালীন সময়ে কর্তব্যরত পরিচালকের কাছে চীবর খুঁজেও পাননি অতপর আশ্রমের মহাপরিচালকের কাছে চীবর খুঁজতে গেলে তাঁকে উল্টো ছাতা দিয়ে মাথায় আঘাত করা হয়। সেদিন তাঁর চোখের পানি ঝরেছিল। বাধ্য হয়ে তাঁকে জরাজীর্ণ চীবর সেলাই করে করে দীর্ঘদিন চলতে হল এবং কখনো সহপাঠী শ্রমনদের চীবর পরিধান করতে হত। ২০০৬ সালে তিনি যখন বৌদ্ধ প্রতিরূপদেশ থাইল্যান্ডে উচ্চ শিক্ষার জন্য চলে যান সেখানে বসে লেখা পড়ার পাশাপাশি শৈশব জীবনের কথা ভাবতেন আর তার সমাধান খুঁজতেন যে, তাঁর মত যেন আর অন্যরা কষ্ট না পায়।