Menu

ছোট বুদ্ধমূর্তি দান


ভদন্ত সুগতপ্রিয় থের থাইল্যান্ডে থাকেন, তিনি যখনই দেশে আসেন মানুষকে বিভিন্ন কিছু বিতরণ করেন তাঁর মাতা বৃদ্ধ বয়সে বাড়িতে বসে পূজা করার জন্য থাইল্যান্ড থেকে পিতলের সুন্দর সুন্দর এক ফুটেরও কম সাইজের বুদ্ধমূর্তি এনে মাকে দিয়েছেন কিন্তু পাড়া প্রতিবেশীরা দেখে আর চুপ করে থাকতে পারেনি ভদন্ত সুগতপ্রিয় থের থাইল্যান্ড থেকে আসলে তাঁর কাছে বুদ্ধমূর্তি চেয়ে বসতেন তিনি মানুষের শ্রদ্ধা দেখে ভাবলেন যে মানুষ সব সময় হয়তো বিহারে আসতে পারে না যদি বাড়িতে একটা বুদ্ধমূর্তি থাকে তবে সে সকাল-সন্ধ্যায় অন্তত ঘরে বসেও বন্দনা করার সুযোগ পাবে আর সেই জন্যই সিদ্ধান্ত নিলেন যে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রতিটি বাড়িতে যাদের বুদ্ধের আসন আছে একট করে বুদ্ধমূর্তি দান করবেন অতঃপর থাইল্যান্ডে তার উপাসক-উপাসিকাদের শ্রদ্ধায় ১২০০ টি বুদ্ধমূর্তি তৈরি করেন এবং দেশে এনে সবার ঘরে ঘরে দান করেন
https://photos.app.goo.gl/EdPBANaDDjta9REa8
গ্যালারীঃ ছোট ১২০০ বুদ্ধমূর্তি দান