ভদন্ত সুগতপ্রিয় ভিক্ষু সদ্ধর্মের প্রচার প্রসারে তাঁর বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে বিহার উন্নয়ন একটি বিশেষভাবে উল্লেখ যোগ্য। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বৌদ্ধ বিহারগুলির অধিকাংশই অর্থের অভাবে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। তিনি এতদঞ্চলের বিহারগুলি সংস্কার ও উন্নয়নের জন্য নূন্যতম ১লক্ষ টাকা করে অনুদান করেন। তাঁর এই মহান কাজে সহযোগিতা করেন তাঁর থাইল্যান্ডের ভক্তবৃন্দ। যে সব বিহারগুলি তার অনুদান পেয়েছেন তার তালিকা নিন্মে দেয়া ফল:
১৷ নব শালবন বিহার (বিশ্ব শান্তি প্যাগোডা সম্পূর্ণ ও অন্যান্য)
২৷ বরইগাঁও বিহার (মেডিটেশন হল সম্পূর্ণ)
৩৷ দুপচর তক্ষশীলা বিহার
৪৷ মজলিপুর ধর্মাঙ্কুর বিহার
৫৷ কেমতলী সার্বজনীন বিহার
৬৷ ছোট চানপুর বিহার
৭৷ নৈরপাড় আর্যধাম বিহার
৮৷ কোঁয়ার ইন্দ্রধাম বিহার
৯৷ আলোকদিয়া শাক্যমুনি প্যাগোডা
১০৷ নুরপুর চাপালচৈত্য বিহার
১১৷ নুরপুর মহানন্দ বিহার
১২৷ কেশনপাড় জেতবন বিহার
১৩৷ লগ্নসার রোহিতগিরি বিহার
১৪৷ কুমিল্লা কনকস্তুপ বিহার
১৫৷ দত্তপুর লুম্বিনী বিহার
১৬৷ ঘনিয়াখালী বেনুবন বিহার
১৭৷ আলীশ্বর শান্তিনিকেতন বিহার
১৮৷ বাগৈগ্রাম ত্রিরত্নশরণ বিহার
১৯৷ কিং কাচনাই জগৎজ্যোতি বিহার
২০৷ আমুয়া সার্বজনীন বিহার
২১৷ মতৈন গৌতম বিহার
২২৷ মিয়াপুর বিহার
২৩৷ সোনাইমুরী ত্রিশরণ বিহার